
এশিয়া কাপ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল রাতে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আফগানদের পরাজিত করেছে টাইগাররা। এবার সিরিজ জয়ের লক্ষ্যে আজ রাতে ফের রশিদ খানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দেয়া চ্যালেঞ্জিং ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপর দ্রুত ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় নেমে এলেও শেষ দিকে সোহান ও রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ফলাফল নিজেদের করে নেয় টাইগাররা।
গতকাল ম্যাচ হেরে আফগান অধিনায়ক রশিদ খান বলেন,‘আমার মতে আরও ভালো কিছু হতে পারত। টি-টোয়েন্টিতে আপনি মোমেন্টাম একবার হারালে সেটা ফিরে পাওয়া কঠিন। আমার মতে ১৭০-১৮০ সহজে হতে পারত। বাজে শট খেলে এশিয়া কাপে আমাদের ভুগিয়েছে। এটা স্কিলের সমস্যা নয়। এটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার ব্যাপার। পুরো এশিয়া কাপে আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। এখানেও সেটা করেছি।’
এদিকে আফগানরা ফেরার চেষ্টায় থাকলেও আজই সিরিজ জিততে চান টাইগার অধিনায়ক জাকের, ‘কাল আরও শক্তভাবে মাঠে নামব। বোলাররা অনেক ভালো করেছে এশিয়া কাপে, নিয়মিতই ওরা ভালো করছে। তবে শেষদিকে কিছু রান বিলি করেছি আমরা। আজকের জয় আত্মবিশ্বাস দিবে। কালই দ্বিতীয় ম্যাচ (আজ ৩ অক্টোবর) জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে পরাজিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ রাত সাড়ে ৮টায় শারজাহতে মুখোমুখি হবে উভয় দল। যেখানে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আশায় মাঠে নামবে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এফএএস
