
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় তারা। ঝোড়ো শুরু আভাস দিয়েও বাংলাদেশের বোলিং তোপে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় দলটি।
দলীয় ২৫ রানের মাথায় নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন ইব্রাহিম জাদরান। ১০ বলে ১৫ রান করেন এই ওপেনার। এরপর ৩১ রানের মাথায় তানজিম সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অটল। ১২ বলে ১০ রান করে ফেরেন এই তরুণ।
তিনে নেমে সুবিধা করতে পারেননি দ্বরবেশ রাসুলি। রানআউটের শিকার হয়ে কোনো রান না করেই ফিরতে হয় তাকে। এরপর মোহাম্মদ ইশহাক এসেও ব্যর্থ হয়েছেন। ৪ বলে ১ রান করে রিশাদের বলে শামীমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই তরুণ ব্যাটার।
দলীয় ৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানিস্তান। তবে ৭৩ রানের মাথায় আজমতউল্লাহ (১৮) এবং ৯৫ রানের মাথায় গুরবাজকে (৪০) ফিরিয়ে আফগানদের অল্প রানের মধ্যে আটকে দেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
তবে শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নবী। তার ২৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই দেড়শর পথে এগোয় আফগানরা। শেষদিকে সারাফুদ্দিন আশরাফের ১২ বলে ১৭ রানের অপরাজিত ক্যামিওতে ভর করে দেড়শ পেরোয় রশিদ খানের দল।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন, নাসুম ও মুস্তাফিজ।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/বিটি
