Connect with us
ক্রিকেট

ম্যাচ হেরে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আফগানিস্তান কোচ ট্রট

Afghanistan coach talk about Bangladesh cricket
বাংলাদেশ ম্যাচ শেষে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের মিশন শেষেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। যেখানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। আর সেখানে সিরিজের প্রথম ম্যাচে দারুণ ভাবে আফগানদের পরাজিত করেছে বাংলাদেশ। আর এমন ম্যাচে হারের জন্য নিজেদের বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি বাংলাদেশের ভালো ক্রিকেটকে কৃতিত্ব দিলেন জোনাথন ট্রট।

চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপর ব্যাটিং বিপর্যয় নেমে এলেও শেষ দিকে সোহান ও রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে টাইগাররা। আর এদিন একাধিক ক্যাচ মিস করে বাংলাদেশের খেলা আরও সহজ করে দেন আফগান ফিল্ডাররা। তেমনটাই উঠে এসেছে ট্রটের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

দুই টাইগার ওপেনারকে প্রশংসায় ভাসিয়েছেন এই আফগানিস্তান কোচ। তানজিদ তামিম ও পারভেজ ইমনের প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘তারা ভালো খেলেছে, রান পেয়েছে। আমরা ফিল্ডিং এবং বোলিং দিয়ে তাদের কিছুটা সাহায্য করেছি। আশা করি পরের ম্যাচে আমরা এখানে উন্নতি করব।’



বাংলাদেশের জয় নিয়ে ট্রট বলেছেন, ‘কারণ তারা ভালো দল এবং অনেক ক্রিকেট খেলেছে। এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। পাকিস্তান ম্যাচে…। অনেক ভালো দল। ভালো কোচিংয়ের মধ্যেও আছে তারা। তাদের খেলা নিয়ে আসলে আমি অত বেশি ভাবছি না, ভাবছি আমরা কীভাবে তাদের খেলতে দিচ্ছি সেটা নিয়ে। এখানেই আমাদের ঠিক করতে হবে সব। ধারাবাহিকতা খুঁজে পেয়ে উন্নতি করতে হবে।’

নিজেদের বাজে ফিল্ডিং নিয়ে বেশ হতাশ ট্রট। ক্যাচ মিসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘বাজে ফিল্ডিং। সিম্পল ব্যাপার। অন্য দল এশিয়া কাপে ক্যাচ ড্রপ করেছে কিনা এসব নিয়ে আমি অত চিন্তিত নই। ফিল্ডিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। শুধু ক্যাচিং নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা এসব ব্যাপারেও অনেক উন্নতি করতে হবে, যদি ভালো ক্রিকেট খেলতে চাই, ফিল্ডিং আরও ভালো হতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ক্লোজ ম্যাচ জিতেছিলাম ফিল্ডিংয়ের কারণে। ভালো ক্যাচ নিয়েছিলাম। এখন ফিল্ডিংটা আমাদের পিছিয়ে দিচ্ছে।’

তামিম ও ইমনের বিদায়ের পর মাঝে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এবং রশিদ খানের ঘূর্ণি জাদু নিয়ে ট্রট বলেন, ‘ম্যাচে ছিলাম আমরা। তবে শেষে ভুল করেছি। চেষ্টা করতে হবে যেন পরের ম্যাচে এমনটা না হয়। স্পিনাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়েছে আমাদের। রশিদ দারুণ করেছে। আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছিল।’

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ রাতে একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগাররা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আশা করলেও ঘুরে দাঁড়াতে চাইবে আফগানরা।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট