
২০২৫ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। আর সেখানেই ঘটে গেল বিরল এক ঘটনা। ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটেছে হিট আউটের ঘটনা। আর এমন ইতিহাসের স্বাক্ষী হয়েছেন বাংলাদেশি নারী স্পিনার স্বর্ণা আক্তার। অপরদিকে এমন আউটের শিকার হয়েছেন পাকিস্তানি নাশরা সান্ধু।
এদিন ইনিংসের ৩৫তম ওভারে তরুণ স্পিনার স্বর্ণা আক্তারের একটি সাধারণ ডেলিভারিতে জন্ম হয় বিরল এই ঘটনার। পাকিস্তানের নাশরা সান্ধু বল ছেড়ে দিলেও অজান্তে ওপরে উঠিয়ে ফেলেন নিজের ব্যাট। আর ব্যাট লেগে ভেঙে যায় নিজের স্টাম্প—ফলে ‘হিট উইকেট’ এর শিকার হয়ে দলের নবম উইকেট হিসেবে ১ রান করে ফিরে যান তিনি।
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রায় ৫২ বছর পর ঘটল এমন হিট আউটের ঘটনা। এর আগে ১৯৭৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে আন্তর্জাতিক একাদশের লিনেট স্মিথকে হিট উইকেট করেছিলেন ত্রিনিদাদ বোলার নোরা সেইন্ট রোজ। নারী বিশ্বকাপের ইতিহাসে সেটাই ছিল হিট উইকেটের প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনায় নাম যোগ হল বাংলাদেশেরও।
নাশরা সান্ধু পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে হিট উইকেটের শিকার হয়েছেন। এছাড়া তিনি হলেন বিশ্বের মাত্র নবম ক্রিকেটার, যিনি বরল এই নিয়মে নিজের উইকেট বিলিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এমন ভাবে আউট হওয়ার ঘটনাও এটিই প্রথম। সেটাও আবার ওয়ানডে ২০২৫ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।
উল্লেখ্য, এদিন মাত্র ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। এতে মাত্র ১২৯ রানেই পাকিস্তানের ইনিংস গুড়িয়ে দেয় বাংলাদেশ নারী দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেছে নিগার সুলতানা জ্যোতিরা। যেখানে তারা অপেক্ষায় আছে বিশ্বকাপের এই যাত্রায় শুভ সূচনা করার।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এফএএস
