
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সাদা বলের সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শারজায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আবুধাবিতে রশিদ খানদের ৮ রানে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজও অনেকটা একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
শেষ দেখায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তবে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় নেতৃত্ব দেবেন জাকের আলী। তাই লিটনের জায়গায় টপ অর্ডারে জায়গা পাবেন নতুন কেউ।
এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছিলেন তানজিদ তামিম। তবে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ফিফটি হাকিয়েছিলেন তিনি। তাই আজকের ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন এই ওপেনার।
আফগানিস্তান ম্যাচে তানজিদের সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ সঙ্গ দিয়েছিলেন সাইফ হাসান। পরের ম্যাচগুলোতেও ওপেনিংয়ে খেলেছিলেন তিনি এবং ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন। লিটনের অনুপস্থিতিতে তিনে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।
মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও জাকের আলীর সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে শামীম হোসানকে। আর লোয়ার অর্ডারে রিশাদ হোসেনের সঙ্গে দেখা যাবে নাসুম আহমেদকে। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও বেশ কার্যকরী ক্যামিও খেলতে সক্ষম তারা।
পেস বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে থাকবেন তানজিম সাকিব। তবে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। এশিয়া কাপে টানা ম্যাচ খেলেছেন তিনি। তাই মুস্তাফিজের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/বিটি
