Connect with us
ক্রিকেট

ভারতের এশিয়া কাপ ট্রফি কাণ্ডকে বিশ্রী বললেন এবি ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স
ভারতের ট্রফি কান্ডে মুখ খুললেন এবিডি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে চার দিন আগে। ভারত চ্যাম্পিয়ন হলেও এখনো হাতে পায়নি ট্রফি। কারণ, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ঘটনা ঘিরেই চলছে তীব্র সমালোচনা। এবার সরাসরি মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভারতের এই আচরণকে তিনি বলেছেন ‘বিশ্রী’।

নাকভি শুধু পিসিবির চেয়ারম্যানই নন, একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে। যা ডি ভিলিয়ার্সের চোখে খেলাধুলার মূল স্পিরিটকে কলঙ্কিত করেছে। তাঁর ভাষায়, “যিনি ট্রফি দিচ্ছিলেন তাঁকে নিয়ে ভারতীয় দল খুশি ছিল না। কিন্তু আমার মনে হয় না এটা খেলার অংশ। রাজনীতি একপাশে রাখা উচিত। খেলা হলো আনন্দের জায়গা। ভারত যা করেছে সেটা হতাশাজনক। আশা করি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। শেষ পর্যন্ত ভারতের এই কাজ ছিল বিশ্রী।”

ডি ভিলিয়ার্সের মতে, খেলোয়াড়দের এমন অস্বস্তিকর অবস্থায় পড়া উচিত নয়। রাজনৈতিক কারণে যদি মাঠের ক্রিকেটে প্রভাব পড়ে, তাহলে খেলাধুলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তিনি স্পষ্ট করে বলেন, “আমি এমন দৃশ্য ঘৃণা করি। এটা ক্রিকেটারদের অযথা চাপের মধ্যে ফেলে দেয়।”



তবে ট্রফি বিতরণী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ভারতীয় দলের পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ডি ভিলিয়ার্সের মুখে। গৌতম গম্ভীরের নেতৃত্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। টুর্নামেন্টজুড়ে অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শুবমান গিল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীরা নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।

ভারতের খেলার প্রশংসায় তিনি বলেন, “আসুন এবার আসল জায়গায় মনোযোগ দিই। এশিয়া কাপে ভারত ছিল অসাধারণ। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দারুণভাবে প্রস্তুত করছে। তাদের দলে প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা বড় মঞ্চে দারুণ খেলতে পারে। এটা সত্যিই চমৎকার।”

এশিয়া কাপ শেষ হলেও এখনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে ট্রফি কাণ্ড। সমালোচনা চলছে রাজনৈতিক সিদ্ধান্তে খেলাধুলাকে টেনে আনার জন্য। ক্রিকেট বিশ্ব অপেক্ষায় আছে, এই জটিলতা কবে এবং কীভাবে মেটে।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট