
এশিয়া কাপে ব্যর্থতার ধাক্কা কাটানোর মতো সময়ও পেল না বাংলাদেশ দল। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই আবার মাঠে নামছে তারা। আজ রাতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
দুই দলই এশিয়া কাপে হতাশ করেছে। গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল আফগানিস্তানকে, আর বাংলাদেশ টিকে থেকেও সুপার ফোরে শেষ করে ফাইনালে যেতে পারেনি। সেই হতাশাই এখনো ভর করছে সমর্থকদের মনে। অধিনায়ক লিটন দাসের চোটে ছিটকে পড়ায় নেতৃত্বের ভার আবারও সামলাতে হচ্ছে জাকের আলীকে।
গতকাল সংবাদ সম্মেলনে জাকের খোলাখুলি দুঃখ প্রকাশ করেছেন, ‘আমরা অনেক প্রত্যাশা জাগিয়েছিলাম। কিন্তু পারফরম্যান্সে সেটা ধরে রাখতে পারিনি। ভক্তদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’ একই সুর আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও তাঁর মতে, এখন সব মনোযোগ ফেব্রুয়ারির টি–টোয়েন্টি বিশ্বকাপে।
পরিসংখ্যানে বাংলাদেশ এখনো পিছিয়ে। দুই দলের ১৭ টি–টোয়েন্টির মুখোমুখিতে মাত্র ৬ বার জিতেছে টাইগাররা। তবে সাম্প্রতিক সাফল্য কিছুটা স্বস্তি দিচ্ছে, কারণ এশিয়া কাপেই আফগানদের হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান জাকের, ‘আমাদের লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। মডার্ন ক্রিকেট বা স্বাভাবিক ক্রিকেট, সবশেষে জয়টাই আসল।’
স্কোয়াডে বড় পরিবর্তন নেই, শুধু লিটনের জায়গায় ডাক পেয়েছেন সৌম্য সরকার। যদিও তাঁর ভিসা জটিলতা এখনো পুরোপুরি মেটেনি। সৌম্যকে না পেলে ব্যাটিং নিয়ে বাড়তি চাপ তৈরি হতে পারে বাংলাদেশের ওপর। কারণ এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ধরা পড়েছে।
প্রথম টি–টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল দ্বিতীয় ম্যাচ আর ৫ অক্টোবর তৃতীয় ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে। এরপরই আবুধাবিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/টিএ
