
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিং-এ সর্বকালের সর্বোচ্চ পয়েন্ট রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অভিষেক শর্মা। সর্বশেষ প্রকাশিত র্যাংকিং-এ ৯৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন এই ভারতীয় বিধ্বংসী ব্যাটার।
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো ‘তান্ডব’ চালিয়েছেন এই ভারতীয় ওপেনার। টুর্নামেন্টে ৭ ইনিংসে ২০০ স্ট্রাইকরেটে ৩১৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহী ছিলেন তিনি, টানা ৩ ম্যাচে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
সর্বোচ্চ রেটিং পয়েন্ট তোলা অভিষেকের পরে রয়েছেন ইংলিশ তারকা দাউইদ মালান। ২০২০ সালে ৯১৯ পয়েন্ট তুলেছিলেন এই ইংলিশ মারকুটে ব্যাটার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় আরেক বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালে তিনি তুলেছিলেন ৯১২ রেটিং পয়েন্ট। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ২০১৪ সালের ৯০৯ রেটিং পয়েন্ট তুলেছিলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওপেনার অ্যারন ফিন্স। ২০১৮ সালের ৯০৪ পয়েন্ট তুলেছিলেন এই কিংবদন্তি ওপেনার।
ভারতের হয়ে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন অভিষেক শর্মা। দৃষ্টিনন্দন ব্যাটিং নৈপুণ্যে কেড়েছেন ভক্তদের মন। বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে তিনি এখন পরিচিত মুখ। এবার টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিং এর সর্বোচ্চ রেটিং পেয়ে পৌঁছে গেলেন অনন্য উচ্চতায়।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এআই
