Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ম্যাচে নামার আগে সাইফকে প্রশংসায় ভাসালেন রশিদ

Rashid khan praises Saif Hasan
সাইফ হাসানের প্রশংসায় রশিদ খান। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানকে পেছনে ফেলে সুপার ফোরে উঠলেও ফাইনালে খেলতে পারার সুযোগ নিতে পারেনি টাইগাররা। যেখানে বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে ব্যাটিং ইউনিটকে। তবে বাকিদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল হয়েছিলেন ওপেনার সাইফ হাসান।

গেল এশিয়া কাপে খেলা চার ইনিংসে দুই ফিফটিসহ ১৭৮ রান সংগ্রহ করেছিলেন সাইফ হাসান। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাকে প্রশংসায় ভাসিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। আগামীকাল থেকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ সাংবাদিকদের সামনে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন।

টাইগারদের মতো আফগানিস্তানও এশিয়া কাপে ভুগেছে নিজেদের ব্যাটিং ব্যর্থতায়। তাই আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতে চায় তারাও। আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেন, ‘কিছু জায়গায় আমরা সংগ্রাম করছি। আমরা এসব কাভার করার চেষ্টা করছি। বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাই, সেজন্য এই সিরিজ ভালো সুযোগ।’



এছাড়া সাইফের প্রশংসা করে রশিদ বলেছেন, ‘সাইফ এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। ইন্টেন্ট ক্লিয়ার, মাইন্ড ক্লিয়ার। গ্রেট ট্যালেন্ট, বাংলাদেশের ক্রিকেটে দারুণ প্রাপ্তি। এখন পুরোটাই পজিটিভ ইন্টেন্ট নিয়ে, নিজের স্কিলে বিশ্বাস রেখে খেলে যাওয়া। সে পুরো এশিয়া কাপে তা করে দেখিয়েছে। নিজের ওপর বিশ্বাস আছে, স্কিলে বিশ্বাস আছে, এবং দেশের হয়ে ডেলিভার করছে।’

সিরিজটি গুরুত্ব সহকারে দেখার কথাও জানিয়েছেন তিনি, ‘অন দ্যা ফিল্ড পারফরম্যান্স নির্ভর করে অফ দ্যা ফিল্ড পারফরম্যান্স কেমন তার ওপর। বিশেষ করে এমন কন্ডিশনে। এখানে টানা ম্যাচ খেলছি। কীভাবে মেইনটেইন করছেন, রিকভারি করছেন। এগুলো সবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই কম্পিটিটিভ। আমরা এখানে শুধু মজা করতে আসিনি। আমরা বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে চাই।’

উল্লেখ্য, আগামীকাল শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে উভয় দল। যেখানে তিনটি ওয়ানডে যথাক্রমে অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট