
ম্যানচেস্টার সিটিতে গেমটাইম কম পাওয়ায় অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকোর হয়ে পুরো মৌসুমে দারুন পারফরম্যান্সের পরও শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন। নতুন মৌসুমেও দারুন পারফরম্যান্স করে জিতিয়ে যাচ্ছেন দিয়েগো সিমিওনের দলকে।
অ্যাতলেটিকোর হয়ে গত তিন ম্যাচে ৬ গোল করেছেন আলভারেজ। এবার শোনা যাচ্ছে নতুন ঠিকানা বার্সেলোনায় পাড়ি জামাতে পারেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, আলভারেজের সঙ্গে অ্যাতলেটিকোর চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। একইসঙ্গে স্প্যানিশ ক্লাবটি তার রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো নির্ধারণ করে দিয়েছে। বার্সেলোনা মনে করছে অ্যাতলেটিকো সেটি (ক্লজ) কাজে লাগিয়ে চাপ তৈরি করবে এবং তারা ২০০ মিলিয়ন ইউরো’র নিচে আলোচনায় বসতে অনিচ্ছুক।
মূলত পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভান্ডফস্কির বিকল্প হিসেবে আলভারেজ কে দলে নেওয়ার পরিকল্পনা করছে কাতালানরা। তাকে ছেড়ে দিলে যে অর্থ বাজবে সেটি কাজে লাগিয়ে আলভারেজকে কেনা কিংবা লা লিগার ব্যয় নীতিমালা মানা সম্ভব বলে তারা মনে করছেন।
সম্প্রতি দলবদল নিয়ে সংবাদমাধ্যম ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন তিনি। আলভারেজ বলেন, ‘আমি বেশ শান্ত স্বভাবের। এমন গুঞ্জন সবসময়ই শোনা যায়। গত বছরও এমন অনেক কথা বলা হচ্ছিল, তবে সত্যি কথা হচ্ছে মাত্রই নতুন মৌসুম শুরু হলো এবং আমি দিন দিন উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছি। আমি আমার ক্লাবের হয়ে জিততে চাই, এখানকার সতীর্থদের সঙ্গে ভালো কিছু পেতে চাই। আমার মনে এসবই চলছে। এর বাইরে যা কথা হচ্ছে আমি সেসবের বাইরে।’
আসন্ন বিশ্বকাপের প্রতি নিজের মনোযোগের কথা বলেন তিনি। আলভারেজ বলেন, ‘বর্তমানে আমার মনোযোগ চলমান মৌসুম এবং আসন্ন বিশ্বকাপের দিকে। যদিও বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। খেলোয়াড় হিসেবে আমাকে অপেক্ষা করতেই হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ওই মুহুর্ত আসার আগপর্যন্ত প্রতিটি ম্যাচ অনুযায়ী ক্রমান্বয়ে ভাবতে হবে, পদে পদে উন্নতি করতে হবে।’
গতকাল (মঙ্গলবার) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো। ম্যাচে এক গোলের পাশাপাশি জোড়ায় অ্যাসিস্ট করেছেন আলভারেজ। এর আগে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলের হারানোর ম্যাচে জোড়া গোল করেন আলভারেজ। সব মিলিয়ে মৌসুমের শুরু থেকেই বেশ দারুন ছন্দে আছেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এআই
