
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে শুরু হবে আফগানদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করল উভয় দলের অধিনায়ক।
আজ বুধবার (১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ট্রফির সাথে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছেন। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে ফরমেটের সিরিজ খেলতে ফের মুখোমুখি হবে উভয় দল।
আগামীকাল ২ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখানে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী ৩ ও ৫ অক্টোবর। সিরিজের প্রথম দুটি ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচ খেলার জন্য আবুধাবিতে পাড়ি জবাবে উভয় দল।
এর পরপরই শুরু হবে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। যেখানে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর। আবুধাবিতে খেলা হবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ। টি-টোয়েন্টি ফরমেটে সিরিজের ম্যাচগুলো রাত ৯টায় অনুষ্ঠিত হলেও ওয়ানডে ফরমেটের ম্যাচগুলো শুরু হবে বিকেল ৪টা থেকে।
একনজরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সকল ম্যাচের সময়সূচি—
তারিখ | ম্যাচ | সময় |
২ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি | রাত ৯টায় |
৩ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি | রাত ৯টায় |
৫ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি | রাত ৯টায় |
৮ অক্টোবর | ১ম ওয়ানডে | বিকেল ৪টায় |
১১ অক্টোবর | ২য় ওয়ানডে | বিকেল ৪টায় |
১৪ অক্টোবর | ৩য় ওয়ানডে | বিকেল ৪টায় |
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস
