Connect with us
ক্রিকেট

শোয়েব মালিককে ঘিরে বিতর্ক, জবাব দিলেন স্ত্রী সানা জাভেদ

শোয়েব মালিক । ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্যে দিয়ে পাকিস্তানের হারের মাধ্যমে শেষ হয় এবারের এশিয়া কাপ। ফাইনালের নাটকীয়তা শেষে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে শোয়েব মালিককে ঘিরে। শোয়েবের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের একটি পোস্টকে ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল খেলে। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এশিয়া কাপ ফাইনালের পর সানা জাভেদ ইনস্টাগ্রামে একটি পোস্টে দাবি করেন, শোয়েব মালিকের উপস্থিতি দলের ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারত। তিনি লিখেছিলেন, শোয়েব মালিক যদি দলে থাকতেন, তার অভিজ্ঞতা খেলোয়াড় ও সমর্থকদের জন্য আশার আলো হতে পারত।তিনি আরও লিখেছিলেন, “শুধু মালিকের উপস্থিতিই জয়ের আত্মবিশ্বাস জাগানোর জন্য যথেষ্ট।”

তার এমন মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ তার মন্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন তিনি কল্পনার জগতে বাস করছেন। এমনকি গুঞ্জন ওঠে যে শোয়েব মালিকই তার স্ত্রী সানা জাভেদের অ্যাকাউন্ট থেকে নিজে পোস্ট করেছিলেন।



এমন অবস্থায় আরেকটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন সানা জাভেদ। তিনি স্পষ্ট করেন, তার উদ্দেশ্য ছিল না যে শোয়েব মালিকের উপস্থিতি অপরিহার্য বা শোয়েব দলে থাকলে পাকিস্তান ফাইনাল জিতত। তিনি বোঝাতে চেয়েছেন, শোয়েবের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের তরুণ খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা দিতে পারতেন এবং তাদের মনোবলও বৃদ্ধি করতে পারতেন।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট