
এশিয়া কাপের স্বপ্নভঙ্গের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপে পাঁজরের চোটের কারণে দল থেকে ছিটকে পড়া লিটনের জায়গায় ডাক পেয়েছেন সৌম্য সরকার। ভিসা জটিলতা কাটিয়ে আজ বুধবার দুবাইয়ের উদ্দেশে রওনা হচ্ছেন সৌম্য সরকার।
এশিয়া কাপ ব্যর্থতার পর দেশে না ফিরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দুবাইয়ের শারজায় সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
এদিকে একাদশে আসছে পরিবর্তন। এশিয়া কাপ সুপার ফোরে পাঁজরের চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। আফগানিস্তান সিরিজেও থাকছেন না তিনি। লিটনের পরিবর্তে ডাক পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছিল সৌম্যের সিরিজ খেলা। তবে জটিলতা কাটিয়ে আজ দেশ ছাড়ছেন তিনি, আগামীকাল যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু ম্যাচের আগে অনুশীলনের সময় পাবেন না। সিরিজের প্রথম ম্যাচের আগে তিনি বিশ্রামেরও সুযোগ পাবেন না। তাই প্রথম ম্যাচ খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
দেশের মাটিতে জাতীয় লিগ খেলছিলেন সৌম্য। হুট করে ডাক পড়ায় তড়িঘড়ি করে দুবাই যেতে হচ্ছে তাকে। সৌম্য সরকারকে দলে ফেরানোর কথা আগেভাগে জানানো হয়নি। তাই সিরিজের প্রথম ম্যাচ খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে আরও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এনজি
