সবার মনে জায়গা করে নেওয়া হামজা চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভুলে যাননি জামাল ভুঁইয়াও। প্রিয় সতীর্থকে জন্মদিনে ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। হঠাৎ করে এসে যেন জায়গা করে নিয়েছেন সবার মনে। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়েছেন এক নিমিষেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কারণ তার ফুটবলে নৈপুণ্য। ফুটবলে তার মাধুর্য মন কেড়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।
ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত খেলোয়াড় হামজা চৌধুরী। পেশাদার ফুটবলার হিসেবে তার পুরো ক্যারিয়ার লেস্টার সিটিকে ঘিরে। এছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে দেশের মাটিতে প্রথম অভিষেক হয় এ বছরের মার্চ মাসে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে তার অভিষেক হয়।
এর পর থেকেই শুরু হয় বাংলাদেশের হয়ে তার ক্যারিয়ার। দর্শকদের মন ছুঁয়ে গেছেন তিনি। আজ ১ অক্টোবর তার জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে অনেকেই। শুভেচ্ছা জানাতে ভোলেননি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। জামাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন আমার ভাই হামজা।” এভাবেই হামজাকে জামাল ভাই সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এনজি