
মাত্র দুই ম্যাচ খেলেই চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শেষ মাহমুদুল্লাহ রিয়াদের। ইনজুরির কারণে টুর্নামেন্টের পরের ম্যাচগুলো খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। ঢাকা মেট্রোর জার্সিতে দুই ম্যাচ খেলার পর হাঁটুর ইনজুরিতে পড়েছেন এই তারকা।
অবশ্য মাহমুদউল্লাহর ইনজুরি গুরুতর নয়। ইনজুরি থেকে সেরে উঠচে রিহ্যাব করে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই সেরে উঠবেন এই তারকা। অবশ্য সেরে উঠলেও আপাতত এনসিএল টি-টোয়েন্টি আসরে ঢাকার মেট্রোর বাকি ম্যাচগুলোতে খেলা হচ্ছে না মাহমুদুল্লাহর।
মূলত আগামী মাসে আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আটালান্টা টি-২০ তে খেলতে যাবেন তিনি। এই টুর্নামেন্টে খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহে দেশ ছাড়বেন তিনি। বিসিবি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম। আর এ কারণেই আসরের বাকি সময়টাতে মাহমুদউল্লাহকে পাচ্ছে না ঢাকা মেট্রো।
গত ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছিল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে উদ্বোধনী দিনের বাধা দেয় বৃষ্টি। প্রথম ম্যাচটি ৫ ওভারে অনুষ্ঠিত হলেও পরের কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরবর্তীতে বিরূপ আবহাওয়ার কারণে কয়েকদিনের জন্য স্থগিত করা হয় টুর্নামেন্টটি। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় আবারও মাঠে গড়িয়েছে এই আসর।
উদ্বোধনী ম্যাচেই ঢাকা মেট্রোর হয়ে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তবে ওই ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি। যদিও জয় পেয়েছিল তার দল। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২২ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন রিয়াদ। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছিল চিটাগং।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/বিটি
