Connect with us
ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারদের উদযাপনের জবাবে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন

Indian and Pakistani Cricketers
ভারতীয় ক্রিকেটারদের উদযাপন। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ  হবে আর সেখানে নাটকীয় ঘটনা ঘটবে না, এটা যেন কল্পনা করাও কঠিন। এবারের এশিয়া কাপের ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। দুই দলের মহারণ শেষে উচ্ছ্বাসের ধরন নকল করে পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা দেন ভারতীয় ক্রিকেটাররা।

পাকিস্তানের ইনিংস চলাকালীন হারিস রউফকে পাল্টা জবাব দেন জাসপ্রিত বুমরাহ। হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তার উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। সুপার ফোরে দর্শকদের উদ্দেশে ঠিক এভাবেই উদযাপন করেছিলেন রউফ।

আবার ম্যাচের পর আবরারের উচ্ছ্বাস প্রকাশের ধরনকে নকল করেন ভারতের তিন ক্রিকেটার। ম্যাচের পর মাঠেই উদযাপনে মেতে ওঠেন ভারতের ক্রিকেটারেরা। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করতে থাকেন। তখনই দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, আর্শদীপ সিং এবং হারশিত রানা। আবরারের ভঙ্গি নকল করে মাথা নাড়াতে দেখা যায় তাদের।



কোনো ব্যাটারকে আউট করলে দাঁড়িয়ে গিয়ে ঘাড় নাড়িয়ে বিশেষভাবে উদযাপন করেন আবরার। ঘাড়টা এমনভাবে নাড়ান, মনে হয় ব্যাটারকে বলছেন, ‘যাও, সাজঘরে ফিরে যাও’। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচেও এই কাজ করেছিলেন তিনি। এমনকি এবারের এশিয়া কাপেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে শ্রীলঙ্কার বোলারের কায়দা নকল করে উদযাপন করেছিলেন। অবশ্য এর জবাব দেন হাসারাঙ্গাও। তিনিও পাকিস্তানের এক ব্যাটারকে আউট আবরারের উদযাপনের ভঙ্গি নকল করেন।

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট