Connect with us
ফুটবল

৩৯ গোল করেও ব্যালন ডি’অরের মঞ্চে উঠতে পারলেন না রাফিনিয়া

Raphinha
রাফিনিয়া। ছবি: সংগৃহীত

গত মৌসুমে ৬৪ ম্যাচে ৩৯ গোল এবং ২৫ অ্যাসিস্ট করার পরও ব্যালন ডি’অর এর মঞ্চে উঠতে পারলেন না রাফিনিয়া। ব্যালন ডি’অর এর ভোটাভুটিতে পঞ্চম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকাকে। 

গতকাল ফ্রান্স ফুটবল ভোটের বিস্তারিত প্রকাশ করার পর রাফিনিয়াকে নিয়ে বিস্ময় বেড়ে গেছে। ফ্রান্স ফুটবলের প্রকাশিত তালিকায় ১৩৮০ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। তাঁর চেয়ে ৭৬০ পয়েন্ট পিছিয়ে (৬২০) রাফিনিয়া।

 অথচ লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ- বার্সার হয়ে ৩ টি শিরোপাই জিতেছেন রাফিনিয়া। ব্যালন ডি’অরের ভোটাভুটিতে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। প্রত্যেকে শীর্ষ ১০ খেলোয়াড় বেছে দেন। প্রত্যেক সাংবাদিকের প্রথম পছন্দ পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২, তৃতীয় ১০। এরপর ক্রমানুসারে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। সব ভোট যোগ করে যিনি সর্বোচ্চ পয়েন্ট পান, তিনিই ব্যালন ডি’অর জেতেন।



১০০ জন সাংবাদিকের মধ্যে দেম্বেলে ৭৩ জনের প্রথম পছন্দ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেন ও বার্সার লামিনে ইয়ামাল (১০৫৯ পয়েন্ট) পেয়েছেন ১১ জনের প্রথম ভোট। ১০০ জনের মধ্যে ৮৪ জন সাংবাদিকের প্রথম পছন্দ ছিল হয় দেম্বেলে নয়তো ইয়ামাল। বাকি ১৬ জনের ভোট ভাগ হয়ে গেছে ভিতিনিয়া, মোহাম্মদ সালাহ, আশরাফ হাকিমি, কিলিয়ান এমবাপ্পে, খিচা কাভারাস্কাইয়া ও স্কট ম্যাকটমিনের মধ্যে।

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল