Connect with us
ক্রিকেট

৩৩ রানে ৯ উইকেট হারিয়ে দেড়শোর আগেই অলআউট পাকিস্তান

Pakistan all out before 150 after losing 9 wickets for 33 runs
ব্যাট হাতে ফারহান-ফখরের ঝড়ের পর বল হাতে আঘাত হানেন কুলদীপ-বরুণরা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হয়েছে দুউ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে উড়ন্ত শুরু পেয়েছিল পাকিস্তান। তবে মাঝের ছন্দপতনে শেষ পর্যন্ত বড় পুঁজি গড়তে পারেনি সালমান আলী আগার দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে পাকিস্তান। নবম শিরোপা জয় করতে ১২০ বলে ১৪৭ রান দরকার ভারতের।

এদিন ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন তারা। ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্য পায় ভারত। ফারহানকে ফিরিয়ে বিপজ্জনক এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ফারহান।



এরপর সাযইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১৯ বলে ২৯ রান যোগ করেন ফখর। ইনিংসের ১৩তম ওভারে দলীয় ১১৩ রানের মাথায় সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ১১ বলে ১৪ রান করে ফেরেন এই ব্যাটার।

সাইম ফিরে যাওয়ার পরেই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় পাকিস্তানের মিডল অর্ডার। চারে নেমে অক্ষর প্যাটেলের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন মোহাম্মদ হ্যারিস। এরপর সেট ব্যাটার ফখর জামানও হ্যারিসের দেখানো পথে হাঁটেন। বরুণের শিকার হওয়ার আগে ৩৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন এই ওপেনার।

পরবর্তীতে পাকিস্তানের হয়ে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অধিনায়ক সালমান আগার ব্যাট থেকে আসে ৮ রান। মোহাম্মদ নাওয়াজ ও হারিস রউফ খেলেন ৬ রানের ইনিংস। এছাড়া হুসেইন তালাত ১ রান, আবরার আহমেদ ১ রান এবং ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি ডাক মেরে ফেরেন।

ভারতের পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ। এছাড়া ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট