
দুবাইয়ে আজ রাতে নির্ধারণ হবে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের মেগা ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনও দল সাধারণত পরিবর্তন করতে চায় না তাদের জয়ী একাদশ। তবে এশিয়া কাপের ফাইনালে একাধিক পরিবর্তন আসছে যাচ্ছে ভারত-পাকিস্তান একাদশে।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর রাতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে তার খেলা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। এছাড়া চোটের কবলে পড়েছিলেন টুর্নামেন্টের ভারতের হয়ে সবথেকে ধারাবাহিক পারফর্মার অভিষেক শর্মা। অস্বস্তি নিয়ে আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়লেও আজ দেখা যাওয়ার সম্ভাবনা আছে তার।
এদিকে আগের ম্যাচে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা এবং শিবম দুবে। এই দুজনের ফাইনাল ম্যাচের একাদশে ফেরা মোটামুটি নিশ্চিত। আর শেষ পর্যন্ত হার্দিক খেলতে না পারলে তার জায়গায় ভারতীয় একাদশে ফিরতে পারেন আর্শদীপ সিং।
এদিকে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কিছুটা কম। তবে আলোচনা রয়েছে এশিয়া কাপের ৬ ম্যাচে ৪ ডাক মারা সাইম আইয়ুবকে নিয়ে। ফাইনাল ম্যাচে তাকে বসিয়ে রাখার গুঞ্জন শোনা গেলেও শেস পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপরেই আরেকবার ভরসা করতে পারেন সালমান আলী আঘা। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছিল পাকিস্তান, সেটাই দেখা যেতে পারে আজ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এফএএস
