Connect with us
ক্রিকেট

শেষ মুহূর্তের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে ১ রানে হারালো বাংলাদেশ

Bangladesh edge past Sri Lanka by 1 run in a last-minute thriller.
শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি- এসএলসি

নাটকীয় এক জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ১ রানে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।



এদিন রানতাড়ায় নেমে একশ রান তোলার আগেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কাভিশা দিলহারি ও নিলাকশি ডি সিলভা মিলে পঞ্চম উইকেট জুটিতে ৯৮ রান যোগ করে। এই জুটি ভাঙার পরও বেশ ভালোভাবেই ম্যাচে ছিল লঙ্কানরা।

শেষ ২৪ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ইনিংসের ৪৭তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই জোড়া উইকেট তুলে নেয় বাংলাদেশ। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে স্বাগতিকরা। ৪৮তম ওভারে ১০ রান নিয়ে ফের ম্যাচে ফেরে লঙ্কানরা। তবে ৪৯তম ওভারে ২ রান দিয়ে উইকেট তুলে নেন নাহিদা।

শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল ২ উইকেট। শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম ২ বলেই ৫ রান দেন মারুফা আক্তার। তবে শেষের ৪ চার বলে মাত্র ৩ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই পেসার। তাতে ২৪১ রানেই সমাপ্তি ঘটে লঙ্কান ইনিংসে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন নিলাকসি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান আসে দিলহারির ব্যাট থেকে। এছাড়া সামারাবিক্রমা ২৫ এবং পিউমি বাদালগে ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদ ৩টি উইকেট নেন। এছাড়া মারুফা ও ফাহিমা ২টি করে এবং রাবেয়া একটি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শারমিন আক্তার। এছাড়া সুমাইয়া আক্তার ৩৮, রুবাইয়া হায়দার ৩৩, ফাহিমা খাতুন ২৬ এবং নিগার সুলতানা ২০ রান করেন। লঙ্কানদের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন দিলহারি, ভিহাঙ্গা ও মাদারা।

সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ : ২৪২/৮ (৫০ ওভার)

শ্রীলঙ্কা : ২৪১/১০ (৫০ ওভার)

ফলাফল : বাংলাদেশ ১ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট