Connect with us
ক্রিকেট

আফগানিস্তান সিরিজে লিটনের অনুপস্থিতিতে অধিনায়ক জাকের

Jaker and Litton
জাকের আলী এবং লিটন দাস। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ চলাকালীন অনুশীলনের সময় পাঁজরের চোট পেয়ে আসরের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। এবার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। 

জানা গেছে লিটনের সেরে উঠতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন জাকের আলি। এর আগে লিটনের অনুপস্থিতিতে এশিয়া কাপের শেষ দুই ম্যাচের নেতৃত্বও দিয়েছেন তিনি।

আগামী ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর, ২য় এবং ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলারও কথা রয়েছে দুই দলের। ৮ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজেও লিটনকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।



বাংলাদেশ দলের এশিয়া কাপ যাত্রা শেষ হলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দেশে ফেরা হচ্ছে না ক্রিকেটারদের। এশিয়া কাপের গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে জয় পায় বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন দেখা টাইগাররা সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় এবারের আসর থেকে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে জাকেরের নেতৃত্বে খেলে বাংলাদেশ। দুই ম্যাচেই প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেননি জাকের, উইকেট কিপিংও ছিল যথেষ্ট এলোমেলো।

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বে জন্য বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে জাকের কে। এ বিষয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন,  ‘ (অধিনায়কত্ব) কিছুটা চ্যালেঞ্জিং। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি ম্যাচ ফেরানোর। সেই সঙ্গে আমি অধিনায়কত্ব মানিয়ে নিয়ে উপভোগের চেষ্টা করেছি।’

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট