Connect with us
ফুটবল

সাফে আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, খেলা দেখবেন যেভাবে

Bangladesh and India final match pre photo session
ফাইনালের পূর্বে বাংলাদেশ-ভারত ট্রফিসহ ফটোসেশন। ছবি- বাফুফে

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। লাল-সবুজের প্রতিনিধিরা এর আগে অনূর্ধ্ব-১৫ ও ১৬ চ্যাম্পিয়নশিপে একবার করে শিরোপা জিতলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ের আসরে আগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ যুব দল। এই ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করেছিল নাজমুল হুদার দল। অপর সেমিতে নেপালকে হারিয়ে এসেছে ভারত।

ফাইনালে নিশ্চিতের পর বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ‘প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই; আমাদের যে লক্ষ্য, আমরা সেটার খুব কাছাকাছি চলে এসেছি। ছেলেরা তিনটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ও পরিশ্রম করে ফাইনালে উঠেছে। আমরা আমাদের লক্ষ্য থেকে কিছুটা দুরে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন ফাইনালে লক্ষ্য পূরণ করতে পারি।’



যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ফাইনাল—

যুব সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ বিনামূল্যে উপভোগ করা যাচ্ছে অনলাইনেই। Sportzworkz ইউটিউব চ্যানেলে কোনও চার্জ ছাড়াই দেখা যাবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই শিরোপার লড়াই।

উল্লেখ্য, যুব সাফের এই চ্যাম্পিয়নশিপ হয়ে থেকে তিনটি ভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে। যেখানে অনূর্ধ্ব ১৫, ১৬ ও ১৭ পর্যায়ে সবমিলইয়ে এখন পর্যন্ত ৯ আসর অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ছয়টিতেই শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশ জিতেছে দুটি (অ-১৫ ও অ-১৬) এবং একবার জিতেছে পাকিস্তান (অ-১৬)। এবারের আসরে তাই বাংলাদেশ প্রথমবার জিততে চাইবে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের আসর।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল