Connect with us
ক্রিকেট

বল হাতে জ্বলে উঠলেন সাকিব, সহজ জয় পেল আটলান্টা

Shakib Al Hasan in Atlanta
আটলান্টায় সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলছেন সাকিব আল হাসান। সেখানে আরো একবার দেখা গেল টাইগার এই অলরাউন্ডারের ঝলক। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন খেলা নেমে আসে পাঁচ ওভারে।

যুক্তরাষ্ট্রের পরমবীর ক্রিকেট কমপ্লেক্স মাঠে আটলান্টা লাইটেনিংয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল আটলান্টা ফায়ার। পাঁচ ওভারের ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারেই উইকেটের দেখা পান এই তারকা। নিজের চতুর্থ বলে সাজঘরে ফেরান নিকোলাস কীর্তনকে। এই ওভারে সাকিব দিয়েছেন মাত্র চার রান।

তৃতীয় ওভারে বল করতে আসেন ড্রাইসডেল। প্রতিপক্ষের জোড়া উইকেট শিকার করেন তিনি। এরপর চতুর্থ ওভারে আবার বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারের দ্বিতীয় বলেই হিথ রিচার্ডসকে রানের খাতা খুলতে না দিয়েই সাজঘরে ফেরান এই টাইগার ক্রিকেটার। নিজের দ্বিতীয় ওভারে সাকিব খরচ করেছেন মাত্র দুই রান। সবমিলিয়ে দুই ওভারে বল করে ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন সাকিব।



শেষ পর্যন্ত নির্ধারিত পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯ রানে থামে আটলান্টা লাইটেনিং। ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকাতে থাকে আটলান্টা ফায়ার। এতে করে ১৫ বল হাতে রেখেই ইনিংসের তৃতীয় ওভারে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করে সাকিব আল হাসানের দল।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট