Connect with us
ফুটবল

রোনালদোর দুর্দান্ত গোলে ইত্তিহাদকে হারিয়ে শীর্ষে নাসর

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- রোনালদো

বয়সটা যেন শুধুই একটি সংখ্যা মাত্র— এটাই বারবার প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে সিজন চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের বিপক্ষে নিজের দারুন ঝলক দেখিয়েছেন এই পর্তুগিজ তারকা। দুর্দান্ত হেডে গোল করে তারুণ্যের স্বাক্ষর রেখে গেছেন রোনালদো।

গতকাল পুরনো বন্ধু করিম বেনজেমার দল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল নাসর। যেখানে ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোরা। আর এই জয়ে সৌদি প্রো-লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। এছাড়া এদিন রোনালদোর গোল সংখ্যা পৌঁছে যায় ৯৪৬-এ। অর্থাৎ আর মাত্র ৫৪ গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

রোনালদো ছাড়াও এদিন দারুন এক গোল করেছেন সাদিও মানে। ম্যাচের মাত্র নবম মিনিটেই দলকে লিড এনে দেন এই সেনেগালিজ ফুটবলার। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো উড়ন্ত পাস দুর্দান্ত এক ভলি শটে প্রতিপক্ষের জালে জড়ান তিনি। দ্রুতগতির সেই শট প্রতিহত করার কোনও উপায় ছিল না ইত্তিহাদ গোলরক্ষকের কাছে।



এরপর ম্যাচের ৩৫তম মিনিটে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। বক্সের বাঁ প্রান্তে সতীর্থের কাছে বল দেখে সঠিক জায়গায় তা বাড়ানোর জন্য ইশারা করেন এই পর্তুগিজ তারকা। তারপর দ্রুত গতিতে ছুটে যান গোল পোস্টের কাছে। তার পরিকল্পনা বুঝতে পেরে নিখুঁতভাবে বল হাওয়ায় ভাসিয়ে পাস দেন তার সতীর্থ। সঠিক জায়গায় বলতে অসাধারণ হেডে গোল করেন রোনালদো।

শেষ পর্যন্ত ম্যাচে আর কোনও গোলের দেখা পায়নি উভয় দল। এই ২ গোলের জয়ে ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল রোনালদোরা। নিজেদের খেলা চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে আল-নাসর। অপরদিকে প্রথম তিন ম্যাচে জয়ের পর আজ হারের দেখা পাওয়া ইত্তিহাদ ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। আর ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আল-হিলাল।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল