Connect with us
ফুটবল

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে মাঠে নামতে প্রস্তুত জামাল

Jamal is ready to play in the new season of domestic football.
ব্রাদার্স ইউনিয়নের অ্যাওয়ে জার্সিতে জামাল ভূঁইয়া। ছবি- সংগৃহীত

দেশের ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম বদলেএখন হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। নানা জল্পনার পর আজ (২৬ সেপ্টেম্বর) পর্দা উঠেছে বিএফএলের ২০২৫-২৬ মৌসুমের। নতুন মৌসুমের শুরু থেকেই মাঠে নামতে মুখিয়ে আছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

ঢাকা আবাহনীতে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ২০২৪-২৫ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে পাড়ি জমান জামাল ভূঁইয়া। তবে দলবলের সময় শেষ হয়ে যাওয়ায় মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি তিনি। দলবদলের মধ্যবর্তী সময়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্রাদার্সের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ঘরোয়া ফুটবলের এবারের আসরেও ব্রাদার্সের জার্সিতেই মাঠ মাতাবেন জামাল। মৌসুমের শুরু থেকেই মাঠে দেখা যাবে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারকে। নতুন মৌসুমে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।



শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রাদার্স ইউনিয়নের অ্যাওয়ে কিট গায়ে চড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন জামাল। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন জার্সি’। নতুন মৌসুমে মাঠে নামার আগে নতুন জার্সি গায়ে ফুটবলারদের যে ফটোশেসন হয়ে থাকে, সেখানকার একটি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করেছেন এই মিডফিল্ডার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচে জামালদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে শুক্রবার বিএফএলের উদ্বোধনী দিনে মাঠে গড়ায় দুটি ম্যাচ। দুটি ম্যাচই ড্র হয়েছে। একটি ম্যাচে ফকিরাপুলের সঙ্গে ১-১ এ ড্র করে আরামবাগ। অপর ম্যাচে রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল