
বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে নাটকীয়তা। এই নাটকীয়তায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও। বিসিবিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারসহ অনেকেই।
গত দু’দিন ধরেই ফেসবুকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে একই ধরণের স্ট্যাটাস দিয়ে আসছেন ক্রিকেটাররা। এই তালিকায় আছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাব্বির রহমানরা। তাদের স্ট্যাটাসের শব্দগুলোও ছিল প্রায় একই।
নির্বাচন ঘিরে ক্রিকেটারদের এমন আচরণে দুঃখ পেয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় দলের চুক্তিতে ক্রিকেটারদের এমন স্ট্যাটাসকে চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন তিনি।
আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, ‘পৃথিবীর কোথাও দেখবেন না বর্তমানে খেলছেন এমন কোনো ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে আগেও দেখেছি, এখনও এটা হচ্ছে।’
‘এই বিষয়টা খুব দুঃখজনক। যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে লজ্জিত হওয়া উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। এটা খুবই আমাদের ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক।’—আসিফ যোগ।
এই বিষয়টি নিয়ে শুরুতে স্ট্যাটাস দিয়েছিলেন তাইজুল ইসলাম। তিনি ফেসবুকে লিখেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
এরপর একই স্ট্যাটাস হুবহু পোস্ট করেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। যা নিয়ে সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যম তীব্র সমালোচনা করছেন।
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/বিটি
