Connect with us
ক্রিকেট

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত

India vs Sri Lanka in super over
সুপার ওভারে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ছবি- ক্রিকইনফো

চলতি এশিয়া কাপে নিয়ম রক্ষার খেলা হিসেবে বিবেচনা করা হচ্ছিল গতকালের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। কেননা আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল ভারতের ফাইনাল খেলা এবং শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। তবুও এই ম্যাচে ছড়িয়েছে নানা উত্তাপ। শ্বাসরুদ্ধকর খেলায় ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। যেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় তুলে নেয় ভারত।

গতকাল শুক্রবার রাতে সুপার ফোরের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০২ রান সংগ্রহ করে ভারত। বড় লক্ষ তাড়া করতে নেমে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে সমান ২০২ রানে এসে থামে লঙ্কানরা। তবে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের উত্তেজনাকর লড়াইয়ে ভারতের কাছে পারল না শ্রীলঙ্কা। ২ রান সংগ্রহ করতে ২ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা। বিপরীতে প্রথম বলে ৩ রান নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।

এদিন আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে জ্বলে উঠতে পারেননি ওপেনার শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টুর্নামেন্টের পুরো আসরের ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন অভিষেক শর্মা। পাকিস্তান ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছেন নিজের টানা তৃতীয় সেঞ্চুরি। করেছেন ৩১ বলে ৬১ রানের অসাধারণ ইনিংস।



শেষ দিকে তিলাক ভর্মা করেছেন ৩৪ বলে ৪৯ রান। সঞ্জূ স্যামসনের ব্যাট থেকে আসে ঝড়ো ২৩ বলে ৩৯ আর অক্ষর পাটেল খেলেছেন ১৫ বলে ২১ রানের ইনিংস। এতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ভারত।

রান তাড়া করতে নেমে নিজের প্রথম বলেই ফিরে যান কুশল মেন্ডিস। তবে এরপর কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে ১২৭ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। পেরেরা ৩২ বলে ৫৮ রানে ফিরে গেলেও নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৫৮ বলে ১০৭ রান করে। শেষ দিকে দাসুন শানাকার ১১ বলে ২২ রানে ভর করে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা।

গোটা টুর্নামেন্টে অপরাজেয় থেকেই ফাইনালে উঠে এলো ভারত। অপরদিকে সুপার ফোরে নিজেদের খেলা তিন ম্যাচের সবকটিতেই পরাজয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। আগামীকাল এশিয়াসকাপের ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে ভারত ও পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট