Connect with us
ক্রিকেট

তৃতীয় বাংলাদেশি হিসেবে উইকেটের ‘সেঞ্চুরি’ করলেন তাসকিন

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপের ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ম্যাচের প্রথম ওভারেই পাক ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট শিকার করে টি-টোয়েন্টি বল হাতে সেঞ্চুরি করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে শত উইকেট শিকার করলেন তাসকিন।

এর আগে বাংলাদেশের হয়ে কেবল দুইজন ক্রিকেটার স্পর্শ করেছিলেন ১০০ উইকেটের মাইলফলক। যেখানে নাম লেখা আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নাম। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম যুক্ত করলেন তাসকিন। ৮২ টি-টোয়েন্টি খেলে উইকেটের এই সেঞ্চুরি করেছেন তিনি।

সব মিলিয়ে বিশ্বের ২৬তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন। এর আগে চলতি আসরেই সাকিবের ১৪৯ উইকেট পেছনে ফেলে দেশের ইতিহাসের সর্বোচ্চ ১৫০ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার তাদের পেছনেই তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির উইকেট শিকারের তালিকায় তিন অঙ্কের ঘরে প্রবেশ করেছেন তাসকিন। 



আজ বাংলাদেশের হয়ে বল হাতে সূচনা করেছিলেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনকে পয়েন্ট দিয়ে মারতে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। এরপর ইনিংসের ১৪তম ওভারে ১০১তম উইকেটের দেখা পান তাসকিন। নিজের স্পেলের তৃতীয় ওভার করতে এসে এদিন দ্বিতীয় উইকেট হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে ফিরিয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট