Connect with us
ক্রিকেট

মাত্র ২১ ইনিংসেই ‘ছক্কার রাজা’ অভিষেক

Abhishek Sharma
অভিষেক শর্মা। ছবি- ক্রিকইনফো

মাত্র ২১ ইনিংসে ৫৮ ছক্কা হাকিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে চলে এসেছেন অভিষেক শর্মা।

অভিষেক জাতীয় দলের জায়গা পান ২০২৪ সালের জুলাইয়ে, এরপর থেকে শুধু অস্ট্রিয়ার করণবীর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিং হাঁকিয়েছেন ৯৯ ছক্কা এবং সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম হাঁকিয়েছেন ৬০টি।

অভিষেক গড়ে প্রতি ৬.৮৩ বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি ছক্কা হাকানো ১৫৩ ব্যাটারের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম। প্রতি ৬.৬১ বলে একটি করে ছক্কা হাঁকিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন জিব্রাল্টারের ব্যাটার কায়রন স্ট্যাগনো। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে অভিষেকের রেকর্ডই সেরা। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে প্রতি ৭.২১ বলে একটি করে ছক্কা হাঁকিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।



এখন পর্যন্ত ইনিংসপ্রতি গড়ে ২.৭৬ টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক, যা ৫০ বা তার বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা। তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার করণবীর সিং (৩.১৪)। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে কেবল অভিষেক শর্মা ও ক্যারিবিয়ান ব্যাটার এভিন লুইস ইনিংসপ্রতি গড়ে ২ এর বেশি ছক্কা হাঁকিয়েছেন।

এখন পর্যন্ত ৬ ইনিংসে অভিষেক ৫ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের হয়ে কেবল রোহিত শর্মা(১৩) ও সূর্যকুমার যাদব(৯) তার চেয়ে বেশি এমন ইনিংস খেলেছেন। অভিষেক এখন পর্যন্ত পাওয়ারপ্লে তে ৩২ টি ছক্কা হাঁকিয়েছেন, যা ভারতের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ।

পেস বোলারদের বিরুদ্ধে ২৪৬ বলে ৩৩ টি ছক্কা (প্রতি ৭.৪৬ বলে ১টি) এবং স্পিনারদের বিরুদ্ধে ১৫০ বলে ২৫ টি ছক্কা (প্রতি ৬ বলে ১টি) হাঁকিয়েছেন অভিষেক।

অভিষেক মাত্র ৩৩১ বলে ৫০ ছক্কা হাঁকানোর রেকর্ড পূর্ণ করেছেন, যা ক্রিকেট ইতিহাসের দ্রুততম। তার আগে ৩৩৫ বলে ৫০ ছক্কা হাঁকিয়ে তালিকার শেষে ছিলেন জিব্রাল্টারের কায়রন স্ট্যাগনো। আর, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ৩৬৬ বলে ৫০ ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার এভিন লুইস।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট