Connect with us
ক্রিকেট

রউফ ও ফারহানের বিরুদ্ধে আইসিসিতে বিসিসিআইয়ের অভিযোগ

Pakistani Haris Rauf and Farhan celebration
ভারত ম্যাচে হারিস রউফ ও ফারহানের উদযাপন। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ শীর্ষে। মাঠে কিংবা মাঠের বাইরে, সবজায়গায় চলে যুক্তি, তর্ক আর মনস্তাত্ত্বিক লড়াই। এবারের এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত না মেলানোয় বেশ বিতর্কের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। এবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন নিয়ে আইসিসি তে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই।

গত বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে বিসিসিআই অভিযোগ করেছে বলে জানা যায়। হারিস রউফ ও ফারহান যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে; তাহলে আইসিসির শুনানির মুখোমুখি হতে পারেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেক্ষেত্রে, শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারির দ্বায়িত্বে থাকা রিচি রিচার্ডসন। এবারের এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের পর আপত্তি তুলেছিলো পাকিস্তান।

সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি কোহলি’ বলে স্লোগান দেয়। জবাবে হারিস রউফ হাত দিয়ে ইশারায় ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখান। এরপর সঞ্জু স্যামসনকে আউট করার পরও একইভাবে উদযাপন এই পেসার।



অন্যদিকে, ম্যাচের ১ম ইনিংসে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করার পর ব্যাটের হাতলকে কাঁধের কাছে রেখে উচ্ছ্বাস করেন সাহিবজাদা ফারহান। অনেকটা বন্দুক চালানোর ভঙ্গিতে তিনি উদযাপনটি করেন। ক্রিকেটে এমন উদযাপন নতুন নয়, বিভিন্ন কিংবদন্তিদেরও এই উদযাপন করতে দেখা গেছে।

পরবর্তীতে ফারহান কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সাধারণত হাফসেঞ্চুরি করার পর উদযাপন করি না। কিন্তু এই ম্যাচে আমার মনে হয়েছিলো আমি উদযাপন করবো, তাই করেছি। সেটা ঐ মুহুর্তে মাথায় এসেছিলো। আমার উদযাপন কে কিভাবে নিয়েছে জানি না, কিন্তু তাতে আমার কিছু যায়-আসে না।’

গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলো পাকিস্তান। ঐ ম্যচে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের কেউই। আবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছিলেন, ‘আমরা আমাদের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তাদের সাহসের তুলনা নেই, তারা ভবিষ্যতেও এভাবে সাহসিকতা দেখিয়ে আমাদের অনুপ্রাণিত করবে বলে আশা করি। যেকোনো সুযোগে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

ভারত-পাকিস্তানের ম্যাচে এমন পাল্টাপাল্টি অভিযোগের ইতিহাস নতুন নয়। ক্রিকেটে বছরের পর বছর ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দুইদলের দ্বৈরথ চলেই আসছে।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট