Connect with us
ফুটবল

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ যুব দল

Bangladesh football team in U17 SAFF
পাকিস্তানকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগেই ফুটবলে সুখবর পেয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেটাও পাকিস্তানের বিপক্ষেই। যেখানে তাদের ২-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ যুব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার বিকালে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের মাত্র ৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গোল দুটি করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাক ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়ে গোল দুটি করেছে বাংলাদেশ।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে পাকিস্তানের বক্সের ভেতর বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ডিফেন্ডাররা। এসময় বল যায় দলটির গোলকিপার সামার রাজ্জাকের কাছে। তবে তিনি ধীরগতিতে গড়িয়ে আসা বল তালুবন্দি করতে ব্যর্থ হন। পাকিস্তানি গোলরক্ষক তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের প্লেসিং শটে বাংলাদেশকে লিড এনে দেন ফয়সাল।



এরপর চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তার সতীর্থ অপু। মোহাম্মদ আরিফের বাড়ানো বল পেয়ে যান তিনি। বাঁ পায়ের শটে দুই ডিফেন্ডার ও গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান তিনি। ১০ মিনিটে গোল শোধ দিতে পারত পাকিস্তান। কর্নার থেকে মুহাম্মদ আবদুল্লাহর হেড পোস্ট ঘেঁষে চলে যায় সাইডলাইনের বাইরে। ১৩ মিনিটে আবার এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে এক গোল কাটা পড়ে অফসাইডে।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তার আগে আজ এই যুব সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে নেপাল। সেখান থেকে জয়ী দল বাংলাদেশের মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল