Connect with us
ফুটবল

বিশ্বকাপের আগ মুহূর্তে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা

argentina football team
আর্জেন্টিনা দল। ছবি- সংগৃহীত

আগামী বছর ফিফা বিশ্বকাপ শুরুর আগে মার্চে স্পেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। সেটি এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও বিশ্বকাপের জুন মাসেই আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয় নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে খেলে নিজেদের চূড়ান্তভাবে ঝালাই করে নেবে লিওনেল মেসির দল।

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী বছরের ১১ জুন থেকে মাঠে গড়াবে ফুটবলের সবচেয়ে বড় আসর। তার আগ মুহূর্তে আর্জেন্টিনার এই প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচের বিষয় জানান তিনি।

সেখানে ক্লদিও তাপিয়া বলেন, ‘যদিও মার্চ মাসের (স্পেনের বিপক্ষে) ম্যাচ এখনো চূড়ান্ত হয়নি, তবে ইতোমধ্যে জুন মাসের দুইটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছি আমরা। একটি মেক্সিকোর বিপক্ষে হবে, আর অন্যটি হন্ডুরাসের বিপক্ষে। ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে, যদিও স্টেডিয়াম এখনও নির্ধারিত হয়নি।’



মুখোমুখি পরিসংখ্যানে মেক্সিকোর তুলনায় ঢের এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত মোট ৩৬ বার দল দুটি খেলেছে একে অপরের বিপক্ষে। যার মধ্যে ১৭ বার জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা, ১৪ ম্যাচ হয়েছে ড্র, আর ৫ ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো।

এদিকে আরো আগেই নিজেদের বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। আগামী অক্টোবর মাসে ফিফা উইন্ডোতে তারা খেলবে আরও একটি প্রস্তুতি ম্যাচ। যেখানে ১০ অক্টোবর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাছাই পর্বের মতো বিশ্বকাপের মূল আসরেও জ্বলে ওঠার লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে মরিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল