
ফাইনালের সমীকরণ সামনে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। নিজেদের প্রথম ম্যাচেই একটি করে জয় পেয়ে বেশ চনমনে মুডে আছে দুদলই। তবে বাংলাদেশ শিবির কিছুটা হতাশাগ্রস্থ। কেননা মূল একাদশে আজ নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে টস করেছেন জাকের আলী।
সুপার ফোরে আজ ভারতকে হারাতে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুধু লিটনই নয়, একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন।

নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় টস করেছেন জাকের আলী।
লিটনের সাথে সাথে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী। গত সোমবার দুবাইতে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি। পরে আর ব্যাট করেননি বাংলাদেশ অধিনায়ক। এখনো সুস্থ হননি এই তারকার ব্যাটার।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম ডুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এজে
