
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ জিতলেই বাংলাদেশ পৌঁছে যাবে ফাইনালের দ্বারপ্রান্তে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তৈরি হয়েছে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার এবং অধিনায়ক লিটন দাসকে নিয়ে শঙ্কা।
গত সোমবার দুবাইয়ে অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল চোট তেমন গুরুতর নয়। কিন্তু চোটের পর আর অনুশীলনে দেখা যায়নি লিটনকে, বেঞ্চে বসেই দেখেছেন দলের অনুশীলন। মাঠেই তাকে সুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও এবং প্রধান চিকিৎসককে।
টাইগার অধিনায়ক এখন অনেকটাই স্বাভাবিক আছেন বলে জানা গেছে। তবে এখনো নিশ্চিত নয় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা। লিটনের খেলা নিয়ে মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজমেন্টের কেউ। শেষ সময় পর্যন্ত লিটনের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে বলে জানা গেছে।
তবে লিটনের না খেলার শঙ্কায় উঠেছে নতুন প্রশ্ন। লিটনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান, সেক্ষেত্রে তার অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। সোহান জায়গা না পেলে দলের নতুন অধিনায়ক হতে পারেন জাকের আলি।
এশিয়া কাপের ব্যস্ত সূচিতে আগামীকালই খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই ম্যাচের ধকল এড়াতে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি
