Connect with us
ক্রিকেট

একাধিক রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান । ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানকে কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ মুস্তাফিজুর রহমানের সামনে। আর মাত্র ১ উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাবেন এই কাটার মাস্টার ।

বর্তমানে সাকিব আল হাসানের ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট শিকারের বিপরীতে মুস্তাফিজ করেছেন ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট শিকার। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে ৮ উইকেট রয়েছে মুস্তাফিজের।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক ম্যাচেই ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। এরপর আর পেছনে তাকাতে হয়নি মুস্তাফিজকে। বল হাতে দারুন ছন্দে কেটেছে তার অনেক বছর, নিজেকে প্রতিষ্ঠিত করতে করেছেন কাটার মাস্টার হিসেবে।



মাঝে বল হাতে খারাপ সময় পার করলেও মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স আসা জাগাচ্ছে দেশের ক্রিকেট ভক্তদের মনে। সম্প্রতি বল হাতে দারুন সময় পার করছেন মুস্তাফিজ। এশিয়া কাপে ৪ ইনিংসে ৭.০০ ইকোনমিতে বল করে শিকার করেছেন ৭ উইকেট। এর মধ্যে গত ২ ইনিংসেই শিকার করেছেন ৬ উইকেট।

আজ সাকিবকে কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারলে আরো এক নতুন রেকর্ডে নাম লেখাবেন মুস্তাফিজ। ৪র্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট এর মালিক হবেন মুস্তাফিজ। এর আগে এই কীর্তি গড়েছেন আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের টিম সাউদি ও ইশ সোদি।

১০৩ ইনিংসে ৫.৯২ ইকোনোমিতে বল করে ১৭৩ উইকেট নিয়ে তালিকার সবার উপরে রশিদ খান। ১২৩ ইনিংসে ৮.০০ ইকোনোমিতে বল করে ১৬৪ উইকেট শিকার করে তালিকায় ২য় অবস্থানে আছেন কিউয়ি পেসার টিম সাউদি। ১২১ ইনিংসে ৭.৯৫ ইকোনোমিতে বল করে ১৫০ উইকেট শিকার করে তালিকা তৃতীয় অবস্থানে আছেন আরেক কিউয়ি ইশ সোদি। আজ মাত্র ১ উইকেট শিকার করতে পারলেই এই তালিকায় যুক্ত হবেন মুস্তাফিজ।

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট