Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে লজ্জার নতুন রেকর্ড গড়লেন দাসুন শানাকা

Dasun Shanaka
দাসুন শানাকা। ছবি- সংগৃহীত

গেল ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে তান্ডব চালিয়েছিলেন লঙ্কান ব্যাটার দাসুন শানাকা। খেলেছিলেন ৩৭ বলে ৬৪ রানের অপরাজেয় দুর্দান্ত ইনিংস। তবে এক ম্যাচ পরেই মুদ্রার উলটো পিঠ দেখলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন শানাকা। আর এতেই গড়েছেন টি-টোয়েন্টিতে নতুন লজ্জার রেকর্ড।

সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫৮ রানে দলের ৪ উইকেট পতনের পর মাঠে এসেছিলেন শানাকা। তবে প্রথম বলেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে দলকে আরও বিপদে ফেলেন তিনি। আর এতে করে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ১৪ বার ডাক মারার লজ্জার রেকর্ড গড়েছেন শানাকা।

এর আগে আরও পাঁচ ক্রিকেটারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ১৩ বার ডাক মারার রেকর্ড ছিল তার। এবার একক ভাবে এই বিব্রতকর রেকর্ডের শীর্ষে উঠলেন এই লঙ্কান তারকা।



বর্তমান ১৩ বার ডাক মেরে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিকেটারদের মধ্যে আছে বাংলাদেশের সৌম্য সরকার। এছাড়া এই কীর্তি আছে রুয়ান্ডার তিন ক্রিকেটার মার্টিন আকায়েজু, কেভিন ইরাকোজে ও জাপ্পি বিমেনিমানা। আরেকজন হচ্ছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১২ বার ডাক মেরেছেন ভারতের রোহিত শর্মা, আয়ারল্যান্ডের কেভিন ওব্রিয়েন ও থাইল্যান্ডের চালোয়েমোং চাতফাইসান। 

ব্যাটিং বিপর্যয়ের রাতে এদিন নির্ধারিত ওভার ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে মাত্র ১৩৩ রান। যেখানে কামিন্দু মেন্ডিসের ফিফটি ব্যতীত বলার মতো ইনিংস ছিল না কারোই। অপরদিকে পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। জোড়া উইকেট পেয়েছেন হারিস রউফ ও হুসাইন তালাত। এক উইকেট নিয়েছেন আবরার আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট