
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করলেও সুপার ফোরে পরবর্তী ম্যাচ টাইগারদের জন্য বেশ কঠিনই হতে চলেছে। আর সেই ম্যাচ ঘিরে বাংলাদেশ দলকে পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাজিদ খান।
ট্যাপম্যাডকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশকে পাওয়ারপ্লেতে ভুল না করার পরামর্শ দিয়েছেন তিনি।বাজিদ খান বলেন, ‘ভারতের বিপক্ষে পাওয়ারপ্লে-তে কোনো ভুল করা যাবে না। কারণ তাদের ব্যাটাররা এমন যে আপনাকে ম্যাচ থেকেই বের করে দিবে। ভারত আলাদা দল। বাংলাদেশের উচিত হবে টস জিতে আগে বোলিং করা এবং শুরুতেই ইমপ্যাক্ট ফেলা।’
এই ম্যাচে মুস্তাফিজের বৈচিত্র্যপূর্ণ বোলিং দারুণ কার্যকরী হতে পারে বলে মনে করেন বাজিদ খান। ফিজের প্রশংসা করে তিনি বলেন, ‘মুস্তাফিজ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট, খুবই কঠিন বোলার। স্বাভাবিকের চেয়ে বেশি নমনীয় তার কব্জি। সে কাটার বল করলে আমরা দেখে ভাবি স্লোয়ার করবে হয়ত। তার বল খেলা সহজ না, বিশেষ করে ডানহাতি ব্যাটারদের জন্য। বেশ দূরে যায়, বাউন্সও করে। বড় মুশকিল বোলার সে।’
ভারত ম্যাচে টাইগার বোলিং ইউনিট ভালো ভাবে ব্যবহার করার পরামর্শ তার, ‘মুস্তাফিজ-তাসকিন বাংলাদেশের উইকেটশিকারি বোলার। ভারতের বিপক্ষে তাদেরকে কী করে ভালোভাবে ব্যবহার করা যায় তা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে স্পিন স্লো বল করছে, সে উইকেট পাচ্ছে। কিন্তু জোরে বল করলে বেশি ভালো করতে পারছে না। দুবাইয়ে যত জোরে বল করবে, তত খারাপ করবে হয়ত।’
উল্লেখ্য, আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে আসরের ফাইনালের পথে। এদিকে চলতি এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই পরাজয় বরণ করেছিল।
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস
