Connect with us
ক্রিকেট

বিশ্বমঞ্চে মাঠে নামার আগে জ্যোতিদের শুভকামনা জানালেন মুশফিক

Mushfiqur Rahim gives best wishes to Bangladesh women team
বাংলাদেশ নারী দলকে শুভকামনা জানালেন মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বমঞ্চে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে গতকাল আনুষ্ঠানিক ফটোসেশন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার নারীদের বিশ্বজয়ের মিশনে শুভকামনা জানালেন পুরুষ জাতীয় দলের অন্যতম সদস্য মুশফিকুর রহিম।

নারী দলের ফটোসেশনের ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আমাদের টাইগ্রেসদের জন্য শুভকামনা।’ তাদের প্রতি সমর্থন জানিয়ে মুশফিক আরো লেখেন, ‘তোমাদের প্রতি আমাদের সমর্থন সর্বদা থাকবে।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ খেলার জন্য আজ দেশ ছাড়ার কথা রয়েছে নারী ক্রিকেট দলের। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। বাংলাদেশের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।



ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে কয়েকবার ধরাশয়ী হয়ে বেশ বিতর্কের মুখে পড়ে দলটি। এরপর দলের অফ স্পিনার সুমনা কে বাদ দেওয়া নিয়ে বেশ বিতর্ক হলেও বিশ্বকাপে ভালো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দলটি।

সফর পূর্ব সংবাদ সম্মেলনে দলের কোচ সারোয়ার ইমরান প্রতিটি ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেন। অধিনায়ক জ্যোতির কন্ঠেও শোনা যায় ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যয়ের কথা।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট