Connect with us
ক্রিকেট

তামিমের থেকে বুলবুলকে সভাপতি পদে এগিয়ে রাখছেন আশরাফুল

Ashraful, Tamim and Bulbul
তামিম ইকবাল ও বুলবুল পাশাপাশি; ফ্রেমের ডান পাশে আশরাফুল। ছবি- সংগৃহীত

এখনো প্রায় দুই সপ্তাহ বাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের। এরই মাঝে উত্তাপ ছড়াতে শুরু করেছে এই বিসিবি নির্বাচন ঘিরে। আসন্ন এই নির্বাচনে বোর্ড সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল। এবার বিসিবি নির্বাচনের পূর্বে নিজের পছন্দের প্রার্থীর কথা জানালেন মোহাম্মদ আশরাফুল।

তামিম ও বুলবুল দুজনের সঙ্গেই ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আশরাফুলের। অবশ্য সে হিসেবে তামিমের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। তবে আগামী বিসিবি নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলকেই এগিয়ে রাখছেন আশরাফুল। এক্ষেত্রে তিনি ব্যাখ্যা দিতে গিয়ে তুলে ধরেছেন সংগঠক হিসেবে বুলবুলের অধিক অভিজ্ঞতার কথা।

নির্বাচনে বুলবুলকে এগিয়ে রেখে অ্যাশ বলেন, ‘তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তার অভিজ্ঞতা ও সম্মানের কারণে।’



 

এছাড়া বর্তমান ক্রিকেট বোর্ডে বুলবুলের নেওয়া কিছু উদ্যোগের প্রশংসা করে আশরাফুল বলেছেন, ‘বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন। বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।’

তামিম সভাপতি হতে না পারলেও পরিচালক হিসেবে দেশের ক্রিকেটে কাজ করতে পারেন বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার, ‘তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে আসতে পারেন। ক্রিকেট উন্নয়নের জন্য অনেক ক্ষেত্র আছে, শুধু সভাপতি হয়েই কাজ করতে হবে এমন নয়। বুলবুল ভাইও যদি সভাপতি না হন, তাহলেও উনি কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা রইল।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরপর সেদিন রাতেই হওয়ার কথা রয়েছে বোর্ডের সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট