Connect with us
ক্রিকেট

ভারতকে নিয়ে বেশি ভাবছেন না মাহেদী, বলছেন হাইপ মিডিয়ার তৈরি

Tanjid Tamim and Mahedi Hasan
তানজিদ তামিমের সঙ্গে মাহেদী হাসান। ছবি- ক্রিকইনফো

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তবে এটিকে সাধারণ একটি ম্যাচের মতোই দেখছেন শেখ মাহেদী হাসান। বলছেন ভারতকে নিয়ে বেশি ভাবছেন না তারা, তবে হাইপ তৈরি করছে মিডিয়া।

ভারত ম্যাচের আগে আজ মঙ্গলবার দুবাইয়ে সংবাদ মাধ্যমকর্মীদের কাছে নিজেদের চিন্তাভাবনা নিয়ে মাহেদী বলেন, ‘(চিন্তাভাবনা) নরমাল। আমরা যেভাবে আছি, বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই আছি, বেশি কিছু চিন্তা করছি না। জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, এটা নিয়ে চিন্তা করছি না।’

এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম গুলোতে তৈরি হচ্ছে এক ভিন্ন রকমের উন্মাদনা। সংবাদ মাধ্যম গুলোতেও চলছে নানা আলোচনা। তবে ভারত ম্যাচের হাইপ নিয়ে মেহেদী বলেন, ‘আসলে এটা তো আপনারা (মিডিয়া) তৈরি করছেন। আমাদের মধ্যে এসব কিছু নেই। আমরা নরমাল যেভাবে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সেভাবেই খেলব।’    



বিগত সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এসেছে নানান ধরনের পরিবর্তন। টাইগারদের খেলার এপ্রোচেও এসেছে বদল। এসব বিষয়ে এই মাহেদী জানিয়েছেন, ‘চেঞ্জ আসলে তেমন কিছু না, প্রসেসের বিষয়। এটা লম্বা সময় ক্যারি করতে পারলে দলের জন্য ভালো। সবসময় তো একরকম থাকে না, কখনও কখনও চেঞ্জ হয়। সেটা হয়ত শুরু হচ্ছে দেখা যাক সামনে কী হয়।’  

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ১৬৯ রানের বিশাল টার্গেট পূরণ করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রান তাড়া করে ম্যাচ জেতার ব্যাপারে মেহেদী জানান, ‘রান তাড়া করা সবথেকে কঠিন। তবে সেক্ষেত্রে ব্যাটারদের ক্যাল্কুলেশন অনেক ভালো থাকে। ফলে ব্যাটাররা অনেক দায়িত্বশীল থাকে রান চেইজের ক্ষেত্রে।’

উল্লেখ্য, আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে আসরের ফাইনালের পথে। এদিকে চলতি এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই পরাজয় বরণ করেছিল।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট