Connect with us
ফুটবল

উসমান দেম্বেলেকে শুভকামনা জানালেন মুফতি মেঙ্ক

Mufti Menk wishes Ousmane Dembele
মুফতি মেঙ্ক ও উসমান দেম্বেলে। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ব্যালন ডি অর জিতেছেন ফ্রান্সের তারকা উসমান দেম্বেলে। তার এই জয়ের পর শুভ কামনার জোয়ার বয়ে যাচ্ছে। সেই শুভ কামনায় শামিল হয়েছেন ইসলামী বিশ্বের অন্যতম জনপ্রিয় মুখ মুফতি মেঙ্ক।

সোমবার রাতে এক বর্ণাঢ্য আয়োজনে ট্রফি তুলে দেওয়া হয় দেম্বেলের হাতে। মঞ্চে নিজের মাকে ডেকে নিয়ে আবেগে কেঁদেও দেন এই তারকা। পরে ডক্টর ইসমাইল ইবনে মুসা মেঙ্ক, যিনি মুফতি মেঙ্ক নামে অধিক পরিচিত- তিনি শুভ কামনা জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে জিম্বাবুয়ের প্রধান এই মুফতি লিখেছেন, Congratulations To Our Brother Ousmane Dembele on winning the Ballon d’Or Allahumma Baarik lahu. Good practicing brother. Alhamdulillah. অর্থাৎ ব্যালন ডি’অর জেতার জন্য আমাদের ভাই উসমান ডেম্বেলেকে অভিনন্দন, আল্লাহুম্মা বারিক লাহু। ভালো অনুশীলনকারী ভাই। আলহামদুলিল্লাহ।



Mufti Menk wishes Ousmane Dembele 2

ওই পোস্টের সাথে উসমান দেম্বেলের একটি মুনাজাতরত ছবিও যুক্ত করে দিয়েছেন মুফতি মেঙ্ক। প্রায় পৌনে দুই লাখ মানুষ ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। বারো হাজারের বেশি মানুষ মন্তব্য করেছেন এবং ছয় হাজারের বেশি মানুষ ওটা শেয়ার করেছেন।

এর আগে দেম্বেলে নিজেও একটি পোস্ট করেছেন। ব্যালন ডি অর নিয়ে কান্নারত দুটি ছবি পোস্ট করে সেখানে তিনবার আলহামদুলিল্লাহ লিখে ক্যাপশন দিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল