Connect with us
ক্রিকেট

জটিল সমীকরণের ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা

Pakistan vs Sri Lanka match
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে দুই হাইভোল্টেজ ম্যাচের পর আজ মঙ্গলবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। মাঠে ও মাঠের বাইরে দুই দলের ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা না থাকলেও পয়েন্ট টেবিলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দলই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচ হেরেছে, তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া দুই দলই। আজকের ম্যাচে যারাই জিতবে তারাই ফাইনালের দিকে এগিয়ে যাবে।

আজ শ্রীলঙ্কা যদি হেরে যায় এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ভারত যদি জিতে যায় তাহলে এশিয়া কাপের এবারে আসর থেকে ছিটকে পড়বে লঙ্কানরা। আর যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় তাহলে ফাইনালের দৌড়ে থাকবে তারাও। বাংলাদেশ যদি আগামী দুই ম্যাচে ভারত ও পাকিস্তান কে হারিয়ে দেয় তাহলে লঙ্কানদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় তাদের ফাইনালে নিয়ে যেতে পারে। যদিও এমন সম্ভাবনা ক্ষীণ।

অন্যদিকে আজ পাকিস্তান হেরে গেলে, আগামীকালের বাংলাদেশ-ভারত ম্যাচে তাদের সমর্থন করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। আর যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় তাহলে ফাইনাল খেলার স্বপ্ন ধুলিস্যাৎ হবে সালমান আগাদের।



আজ পাকিস্তান হারলে সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে তাদের পয়েন্ট থাকবে শূন্য। অন্যদিকে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। বাংলাদেশ আগামীকাল ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, ভারতের থাকবে ২। সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ওই ম্যাচটি পরিত্যক্ত হলেও দুই দলের পয়েন্ট হবে সমান ৩ করে, কেউ জিতলে তার পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও ২ পয়েন্টের বেশি হবে না পাকিস্তানের।

আবার যদি আগামীকাল ভারত বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে আজকের ম্যাচ হেরেও ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে বাংলাদেশকে আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জিততে হবে ভারতকে। তখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২ করে। নেট রানরেটে এগিয়ে থাকা দল খেলবে ফাইনাল।

এত সমীকরণে পড়তে চাইবে না কোনো দলই। তাই আজকের ম্যাচে দুই দলই খেলবে জয়ের ধারায় ফেরার জন্য এবং ফাইনালের দৌড়ে নিজেদেরকে এগিয়ে রাখার জন্য।

আজকের ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ—

পাকিস্তান (সম্ভাব্য) : সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

শ্রীলঙ্কা (সম্ভাব্য) : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা,কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, নুয়ান তুষারা।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট