Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর জিতে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন দেম্বেলে

OSMAN Dembele
মঞ্চে উঠে নিজের আবেগ ধরে রাখতে পারেননি দেম্বেলে। ছবি- রয়টার্স

সুঠাম দেহের অধিকারী শক্তপোক্ত ওসমান দেম্বেলে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ইতিহাসগড়া শিরোপা এনে দেওয়ার নায়ক তিনি। চেহারা দেখে মনে হয়, তাকে যেন দমানো যায় না। কিন্তু বাইরে তিনি যতটা শক্ত ভিতরে তিনি ততই কোমল, তারই প্রকাশ ঘটলো ব্যালন ডি’অর ট্রফি গ্রহণের সময়। আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন এই ফরাসি তারকা।

এখানেই শেষ নয়, ব্যালন ডি’অর ট্রফি জিতে নিজের সামাজিক মাধ্যমে মহান রাব্বুল আলআমিনের নিকট কৃতজ্ঞতা পোষণ করে কান্নারত দুটি ছবি পোস্ট করেছেন। আর সেটার ক্যাপশনে তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন।

মঙ্গলবার দিনের প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওসমান দেম্বেলে লিখেছেন, Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! সাথে যোগ করে দিয়েছেন তিনটি আবেগী ইমোজি😭😭😭।



OSMAN Dembele 2

এই পোস্টে প্রায় দুই লাখ ভক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রায় দশ হাজার মানুষ মন্তব্য করেছেন। এর আগে পুরস্কার ঘোষণা হলে মঞ্চে উঠে নিজের মাকে ডেকে নেন ওসমান। কান্নামাখা কণ্ঠে আবেগঘন পরিবেশে ব্যালন ডি’অর গ্রহণ করেন তিনি।

১৯৯৭ সালের ১৫ মে ফ্রান্সের ভেরননে জন্মগ্রহণ করেন দেম্বেলে। মুসলিম পরিবারের সন্তান দেম্বেলের মায়ের নাম ফাতিমা দেম্বেলে। এবং বাবার নাম উসমান দেম্বেলে সিনিয়র।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল