
শেষ হচ্ছে অপেক্ষার পালা! আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর—এর অনুষ্ঠান। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) ফ্রান্সের প্যারিসে থিয়েটার দু শাতেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ৬৯তম আসর। বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত হয়ে থাকে ব্যালন ডি’অর অনুষ্ঠান। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বাধিক ৮ বার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তার পরেই আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি ৫ বার জিতেছেন তিনি। তবে এ বছর মনোনয়ন পাননি কেউই।
ব্যালন ডি’অরের জন্য গত আগস্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে, বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল, বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহদের নাম।
তবে ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বেশি ফেবারিট দেম্বেলে ও ইয়ামাল। এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেম্বেলে গত মৌসুমে পিএসজির হয়ে ট্রেবল (লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ)। জিতেছেন। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। অন্যদিকে ইয়ামালও বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ক্লাবটির হয়ে
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যালন ডি’অর সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজন সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ ও উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি
