Connect with us
ক্রিকেট

অবসর ভেঙে ফিরলেন ডি কক, খেলবেন পাকিস্তান সিরিজে

De Kock comes out of retirement, to play in the Pakistan series.
ওয়ানডেতে অবসর ভেঙে ফিরেছেন কুইন্টন ডি কক। ছবি- আইসিসি

ওয়ানডে অবসর ভেঙে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কক। আসন্ন পাকিস্তান সফর দিয়ে পুনরায় প্রোটিয়াদের ওয়ানডে দলে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। একইসঙ্গে ১৫ মাস পর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন এই তারকা।

আগামী অক্টোবরে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুই দল, যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডি কক।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি কক। এরপর জাতীয় দলের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলা চালিয়ে যান তিনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে পুনরায় প্রোটিয়াদের রঙিন পোশাকে ফিরেছেন এই ওপেনার।



পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নেতৃত্বে থাকবেন এইডেন মার্করাম। পেশির চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারছেন না দলের নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে নেতৃত্বে থাকবেন মার্করাম। এছাড়া ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটজকে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।

পাকিস্তান সফরের আগে ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজেও দলে আছেন ডি কক। তবে এর আগেই পাকিস্তান সফর করবে প্রোটিয়াদের টেস্ট দল। ১২ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দুই টেস্ট শেষে ২৮ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৩১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে এবং ১ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ দুইদিন বিরতি থাকবে। ৪ নভেম্বর মুলতানে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পুনরায় লাহোরে যাবে দলগুলো। সেখানে ৬ ও ৮ নভেম্বর সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।

পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড-

ম্যাথিউ ব্রিটজকেকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।

পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট