
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই হবে, আর সেটা নিয়ে বিতর্ক উঠবে না এমন খুব কমই হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের ক্যাচ নিয়ে উঠেছে বিতর্ক। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, ওই আউট দিয়েছেন বাংলাদেশি থার্ড আম্পায়ার। কিন্তু এটা ভুল তথ্য।
ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর জামান। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ নিলেও বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছিল কীনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এ কারণে সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। যাকে থার্ড আম্পায়ারও বলা হয়।
ভারতীয় গণমাধ্যম বলছে, টিভি আম্পায়ার ছিলেন বাংলাদেশি গাজী সোহেল। কিন্তু এসিসি ও ক্রিকইনফোর তথ্য বলছে এই ম্যাচে আফগানিস্তানের আহমেদ শাহম পাকতিনের সাথে ফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশের গাজী সোহেল । যিনি অভিষেক ও হারিস রউফের বাকবিতণ্ডা থামিয়েছিলেন। আর ফখর জামানকে আউট দেন শ্রীলঙ্কান থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে।

ক্যাপশন: ভারতীয় গণমাধ্যম তৃতীয় আম্পায়ারকে বাংলাদেশি বলছে, যা ভুল তথ্য।
যদিও বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু কয়েকটি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দেন টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে।
এই আউট নিয়ে বিতর্ক এখনো থামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পাকিস্তানি সমর্থকরা ক্ষোভ নিয়ে লিখেছেন, ভারত সবসময়ই দ্বাদশ খেলোয়াড় (আম্পায়ারের পক্ষপাতিত্ব) নিয়ে খেলে।

ফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশি গাজী সোহেল, টিভি আম্পায়ার শ্রীলঙ্কান পাল্লিয়াগুরুগে।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ফখরের আউট সন্দেহের কথা বলেছেন। অসন্তোষ জানিয়েছেন ওয়াসিম আকরাম। শোয়েব আখতারও টিভি আম্পায়ারকে একহাত নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি
