
একজন পার করেছে ৪০ এর কোটা আরেকজন ৩৮ কিন্তু খেলা দেখে মনে হবে সদ্য জাতীয় দলে আসা কোনো নতুন খেলোয়াড়। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ, করছেন গোল, আবার অন্যকে দিয়েও করাচ্ছেন। বয়সটা যেন শুধুই সংখ্যা। ছুতে যাচ্ছেন ১০০০ হাজার গোলের মাইলফলক। তারা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
দাড়িয়ে আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে, এই ক্যারিয়ারে লিখেছেন কত জয়ের ইতিহাস, গড়েছেন রেকর্ড। নামের পাশে যুক্ত হচ্ছে একের পর এক শিরোপার নাম। ফুটবলে যেন আর কিছুই পাওয়ার নেই বরং ফুটবলের কাছেই অনেক কিছু পাওয়ার আছ।
ক্যারিয়ারের শেষের দিকে দুজনই এগিয়ে যাচ্ছে অবিশ্বাস্য এক মাইলফলকের দিকে। ১০০০ গোল হতে আর বেশি বাকি নেই এই দুই কিংবদন্তির।
গত শনিবার আল নাসেরের হয়ে দুই গোল করে রোনালদোর গোল সংখ্যা এখন ৯৪৫টি। ১০০০ গোল এর মাইলফলক স্পর্শ করতে তার লাগবে মাত্র ৫৫টি গোল। প্রতিটি ম্যাচে গোল করছে রোনালদো। গত শনিবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে খেলতে নামে আল নাসের। ৫-১ গোলে জয় তুলে নেয় আল নাসের, সেখানে জোড়া গোল করে ৪০ বছর বয়সী রোনালদো। মৌসুমের প্রতিটা ম্যাচে গোল করছেন। এভাবে পারফরম্যান্স ধরে রাখলে ১০০০ গোলের রেকর্ড ছুঁতে বেশি সময় লাগবে না রোনালদোর। এই মৌসুমে না হলেও পরের মৌসুমে ছুঁতে পারবে এই মাইলফলক।
অপরদিকে একই রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার গোল সংখ্যা এখন ৮৮২টি। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে এই তারকার লাগবে আর ১১৮টি গোল। মেসিও করছেন নিয়মিত গোল, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। গত মেজর লিগ সকারে মেসির দুই গোল ও একটি সাহায্যে ৩-২ গোলে ডিসি ইউনাইটেড কে হারিয়েছে মিয়ামি। ধারণা করা যায়, মেসির এই রেকর্ড ছুতে দুই মৌসুম অতিক্রম করা লাগতে পারে। তবে দেখার বিষয়, মেসি এই রেকর্ড মিয়ামিতে থেকেই পূরণ করেন নাকি দেশীয় কোনো ক্লাবে গিয়ে।
হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর থেকে মেসি কিছুটা পিছিয়ে থাকলেও একই পথে হাটছেন দুই কিংবদন্তি ফুটবলার। ফুটবল ইতিহাসের তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স এর গবেষণা অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হলো রোনালদো ও মেসি। তিন নম্বর স্থানে রয়েছেন পেলে এবং চতুর্থ স্থানে আছেন রোমারিও। ৫০০ এর অধিক গোল করেছেন এমন খেলোয়াড় রয়েছেন ২৬ জন।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি
