
চলতি এশিয়া কাপেত গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। প্রথম দেখায় ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটারা। যার ফলে ২০ ওভারে টেনেটুনে ১২৭ রান তুলতে সক্ষম হয়েছিল দলটি। তবে এবার সুপার ফোরের ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে পাকিস্তানের ব্যাটাররা, পেয়েছে লড়াকু পুঁজি।
আজ (রোববার) সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে দলটি। তবে পাওয়ারপ্লেতে৷ ফখরের উইকেট নিয়ে ছিল বিতর্ক। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি। তবে বলটি স্যামসন ঠিকভাবে তালুবন্দি করেছিলেন নাকি গ্লাভসে বন্দি হওয়ার আগে মাটিতে পড়েছিল, তা নিশ্চিত ছিল না। মাঠের আম্পায়ার শুরুতে আউট না দিলেও, টিভি আম্পায়ার তাকে আউট দেন। তাতে ৯ বলে ১৫ রান করে বিদায় নিতে হয় ফখরকে।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৯ বলে ৭২ রান যোগ করেন ফারহান ও সাইম। দলীয় ৯৩ রানে সাইমকে ফিরিয়ে বিপজ্জনক এই জুটি ভাঙেন শিবম দুবে। ১৭ বলে ২১ রান করে ফেরেন সাইম। তিনি ফিরে যাওয়ার পর দ্রুত আরো ২টি উইকেট হারায় পাকিস্তান। নতুন ব্যাটার হুসেইন তালাত ১১ বলে ১০ রান করে বিদায় নেন। এরপর সেট ব্যাটার ফারহানও ফিরে যান। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে ৫৮ রান করেন এই ওপেনার।
পরবর্তীতে মোহাম্মদ নাওয়াজের ১৯ বলে ২১ রান এবং শেষদিকে সালমান আগার ১৩ বলে ১৭ এবং ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে ১৭১ রানের পুঁজি পায় দলটি।
ভারতের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন শিবম দুবে। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে আজ বেশ খরুচে ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ৪৫ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি এই পেসার।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি
