
চলতি এশিয়া কাপের শুরুটা ছিল আমেজহীন। গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই ছিল একপেশে। যে কারণে ম্যাচগুলোতে তেমন কোনো হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়েনি। তবে সুপার ফোর দিয়েই যেন সেই কাঙ্খিত আমেজ ফিরে পেয়েছে টুর্নামেন্টটি।
গতকাল (শনিবার) সুপার ফোরের প্রথম ম্যাচে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হট ফেভারিট শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে টাইগাররা।
গ্রুপ পর্বসহ টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে টাইগাররা। দলের জয়ের পেছনে ব্যাটিং-বোলিং দুই বিভাগেরই অবদান ছিল। ফলে দুই বিভাগেই সেরাদের তালিকায় আছে বাংলাদেশের ক্রিকেটাররা।
চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা চারের মধ্যে আছেন বাংলাদেশের দুই ব্যাটার। এই তালিকায় শীর্ষে আছেন লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। ৪ ম্যাচে দুই ফিফটিতে ৩৬.৫০ গড় ও ১৪৮.৯৮ স্ট্রাইকরেটে ১৪৬ রান করেছেন তিনি। তার পরেই আছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। ৪ ম্যাচে এক ফিফটিতে ৪২.৩৩ গড় ও ১২৪.৫১ স্ট্রাইকরেটে ১২৭ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
তিনে আছেন আরেক লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। চার ম্যাচে এক ফিফটিতে ১১২ রান করেছেন এই ওপেনার। তার গড় ৪০.৬৭ এবং স্ট্রাইকরেট ১২৫.৭৭। আর চারে অবস্থান করছেন লিটন দাস। চার ম্যাচে এক ফিফটিতে ১১৯ রান করেছেন এই টাইগার দলপতি। তার গড় ২৯.৭৫ এবং স্ট্রাইকরেট ১২৯.৩৫।
এদিকে বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। তিনি ওভাররপ্রতি খরচ করেছেন ৭ রান। এই তালিকায় ৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক। তিনি খেলেছেন ৩ ম্যাচ। সমান ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি
