
চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষে সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেবারিট শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এরপর থেকেই নানা প্রশংসা কুড়াচ্ছে টাইগাররা। লিটনদের প্রশংসার মেতেছে এশিয়ার ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে পরাজয়ের পরেই দুর্দান্ত উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষেও বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন প্রত্যাবর্তন থেকে পাকিস্তানকে শেখার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমল।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পর গত রাতে আকমল নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তান কি তাদের সবশেষ হার থেকে শিক্ষা নিয়েছে? বাংলাদেশ যে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেটা কি কখনো তারা চিন্তা করে দেখেছে? শুধু এখানকার কন্ডিশনের কারণেই ম্যাচ জেতেনি বাংলাদেশে। গেম অ্যাওয়ারনেস ও সঠিক পরিকল্পনারই প্রতিফলন এই জয়।’
তাছাড়া বাংলাদেশ দলের প্রশংসা করতেও ভুলেননি আকমল। এই জয় লিটনদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার, ‘টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে জেতাটা মোটে সহজ কিছু নয়। এটা বাংলাদেশ দলের জন্য একটি বড় অর্জন। খেলায় তাদের সঠিক পরিকল্পনা ও চমৎকার ক্রিকেটের জন্য সবাইকে অভিনন্দন। এই জয় বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
প্রসঙ্গত, গতকাল (শনিবার) দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ১ বল ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/বিটি
